বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের থেকে অনেক ভালো দল। তবে শুধু বর্তমান সময়ে নয় যদি বিগত ১০ বছরের পরিসংখ্যান দেখা যায় তাহলে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশ। ২০০৯ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ দল।
সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয় লাভ করেছে ১৫ টি ম্যাচে। হেরেছে দশটি ম্যাচে। এছাড়াও সর্বশেষ পাঁচ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবকয়টি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দেখা হয়েছে ইংল্যান্ড বিশ্বকাপে।
সেখানে সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেলে ব্যাট হাতে জ্বলে ওঠে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। তাইতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেছে তার। এছাড়াও এই দলের বিপক্ষে করেছেন ৬ টি হাফ সেঞ্চুরি। বাংলাওয়াশ ক্রিকেট দর্শকরা আসুন দেখে নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
১. তামিম ইকবাল : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দুই দলের মধ্যকার সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। ২৬ ম্যাচের ৪০ গড়ে ৯৩৩ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। দুটি সেঞ্চুরি করেছেন ৬ টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩০ রান।
২. মুশফিকুর রহিম : রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম। তামিম ইকবালের সুমন মুশফিকুর রহিম ২৬ টি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ব্যাট হাতেও তিনি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন দুর্দান্ত। ২৬ ম্যাচে ৪৪ গড়ে ৮৮০ রান সংগ্রহ করেছেন মুশফিকুর রহিম। কোন সেঞ্চুরির দেখা না পেলে ও সাতটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৭৯ রান।
৩. সাকিব আল হাসান : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তবে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ইনিংস খেলেছেন তিনি। ১৬ ইনিংসে ৫৫ গড়ে ৭৫৮ রান করেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। সর্বোচ্চ স্কোর অফ আয়োজিত ১২৪ রান।
৪. মাহমুদুল্লাহ রিয়াদ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭ ইনিংসের মধ্যে ৮ ইনিংসেই অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৫৫ গড়ে ৪৯৬ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কোন সেঞ্চুরির দেখা না পেলেও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে রিয়াদের। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৬৭ রান।