সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অনেক জনপ্রিয় অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তবে ইনস্টাগ্রামে ক্রিকেটার হিসেবে নয় তিনি জনপ্রিয় টিকটক ভিডিও করে। ভারতীয় বিভিন্ন চলচ্চিত্রের ভিডিও টিকটকের অনেক ফানি ভিডিও তৈরি করেন ডেভিড ওয়ার্নার।
তার সাথে সেই ভিডিও অংশগ্রহণ করেন তার স্ত্রী এবং সন্তানরা। এবার অনেকটা বিরক্ত হয়ে ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নারকে ‘আনফলো’ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অস্ট্রেলিয়ান ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের প্রোফাইলের ছবি যুক্ত করেছেন সাইফউদ্দিন। স্টোরিতে সাইফউদ্দিন রসিকতার ইমোজি যুক্ত করে লিখেছেন, ‘আনফলো করে দিলাম টিকটকের জ্বালায়।’
ইতিমধ্যে ডেভিড ওয়ার্নার ইনস্টাগ্রামে এইসব ভিডিও নিয়ে নানার ট্রলার শিকার হয়েছেন তিনি। সেইসাথে ক্রিকেটের বাইরে তার এই চরিত্র দেখে অনেকেই প্রশংসায় ভাসছেন তাকে।