ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আমরা যদি ভালো করতে না পারি, আমাদের জন্য হতাশাজনক হবে : সাকিব আল হাসান

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেট মাঠে ফেরেন সাকিব। তবে দীর্ঘদিন পর মাঠে ফিরে পারফরম্যান্স দেখাতে পারেনি সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে কেবল ১১০ রান করতে পারেন ১২.২২ গড়ে। বল হাতে উইকেট ছিল মোটে ৬টি।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টেস্ট সিরিজে সেরা দিয়ে খেলতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। টুর্নামেন্টে চেষ্টা করবেন সবার আশা পূরণ করতে। আজ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব আল হাসান বলেন,

“অবশ্যই একটা প্রত্যাশা তো থাকেই। নিজের কাছে নিজের আছে, সবার আছে। সে হিসেবে চেষ্টা করব যেন আগের জায়গাতে থাকতে পারি। তবে সবই বোঝা যাবে যখন খেলাটা শুরু হবে। অবশ্যই সহজ হবে না আমার জন্য। তবে আমি নিজের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব।”

করোনা ভাইরাস এর কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের ১২ ক্রিকেটার। তবে যেই আসুক না কেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে চান সাকিব। সাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে ভালো করা উচিত বলে জানিয়েছেন তিনি।

“যে দুটি দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আমার কাছে মনে হয় আমরা যদি ভালো করতে না পারি, আমাদের জন্য হতাশাজনক হবে। সে জায়গা থেকে আমি আশাবাদী যে আমাদের ভালো করা উচিত।”





“তবে আমি খুশি যে ওয়েস্ট ইন্ডিজ দল আসছে। তাদেরকে ধন্যবাদ জানাতে হয়, তাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে পারছে বাংলাদেশ। আর…রোমাঞ্চকর, সব মিলিয়ে।”