ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড

অবশেষে দীর্ঘ নয় মাসের অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজকে সামনে রেখে আজ সকালে বাংলাদেশে পৌঁছেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী ১০ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। একটি পদ্ধতি বাংলাদেশে এসে পৌঁছেছে কন্ডিশনিং ও ফিটনেস ট্রেনার নিক লি এবং ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। নিয়মিত কোচিং স্টাফের বাকি সদস্যরা কর্মস্থলে ফিরবেন ৮ জানুয়ারি সকালে।

এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং পরামর্শক জন লুইস ঢাকা আসছেন খুব শিগগিরই। বিসিবি থেকে জানা গেছে, দ্বিপক্ষীয় চুক্তি হওয়ার পর বিসিবির কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি।

বিমানের টিকিটের জন্য এখন অপেক্ষায় রয়েছেন। সবার শেষে আসবেন স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি। আজ ২৪ সদস্যের বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, আজ ২৪ সদস্যের প্রথমিক স্কোয়াড ঘোষণা করতে চান তারা।





টেস্ট ও ওয়ানডে স্কোয়াডের সদস্যদের একসঙ্গে হোটেলে তোলা হবে। বায়োসিকিউর বাবলে থেকে অনুশীলন করবেন তারা। নান্নু বলেন, ‘১৪ ও ১৬ জানুয়ারি নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। চূড়ান্ত স্কোয়াড সাজাতে যেটা কাজে দেবে।’