ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশ দলে থাকছে একাধিক চমক। দেখে নিন বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

দীর্ঘদিন পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য সোমবার প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রাথমিক স্কোয়াডে সুযোগ বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বিন মুর্তজা ছাড়াও প্রাথমিক স্কোয়াডে থাকতে পারে একাধিক চমক। দলে সুযোগ পেতে পারেন ইরফান শুক্কুর, শরিফুল ইসলাম এবং সুমন খান। এছাড়াও নিষেধাজ্ঞা থেকে ফেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরছেন এই সিরিজে।

এরপর ১৪ ও ১৬ জানুয়ারি নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচের পর ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। ক্যারিবীয়রা সেরা দল পাঠাতে না পারলেও, বিসিবি সচেতন সময়ের সেরা বাংলাদেশ দল নির্বাচনে।

সোমবার দল ঘোষণার পর মঙ্গল থেকে বৃহপতিবার হবে প্রাথমিক দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। এই ফিটনেস টেস্টের ওপর নির্ভর করছে মাশরাফীর জাতীয় দলের ভবিষ্যত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মিঠুন আলী, ইয়াসির রাব্বি, সৌম্য সরকার, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মেহেদি মিরাজ।





মাশরাফী বিন মোর্ত্তজা, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শেখ মেহেদি হাসান, ইবাদত হোসেন, সুমন খান, সাইফউদ্দিন, ইরফান শুক্কুর, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।