বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
গতকাল (৩১ ডিসেম্বর) বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাশরাফী ছাড়াও সংসদীয় স্থায়ী কমিটিতে আছেন সাবের হোসেন চৌধুরী, দীপঙ্কর তালুকদার, জাফর আলম, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও নাহিদ ইজাহার খান।
এছাড়াও উপ-কমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৬ জনকে রাখা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে মাশরাফীর জনপ্রিয়তা কাজে লাগানোর উদ্দেশ্যে তাকে এই কমিটির সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে চেয়ারম্যান হিসেবে আছেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। এছাড়া সদস্য সচিব হয়েছেন দেলোয়ার হোসেন। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন মাশরাফি বিন মুর্তজা। গতবছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব ছেড়েছেন তিনি।