গতবছর ক্রিকেট বিশ্বের অন্যতম আলোচিত বিষয় ছিল বাংলাদেশের পাকিস্তান সফর। নানা নাটকীয়তার পর পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি এবং ১ টি ওয়ানডে ম্যাচ খেলতে রাজি হয় দুই দেশের ক্রিকেট বোর্ড। দুই ধাপের এই সিরিজের প্রথম ধাপের পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ।
এরপর দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের কারণে আর পাকিস্তান সফরে যেতে পারেনি বাংলাদেশ। তবে দীর্ঘদিন পর পাকিস্তানের ক্রিকেট ফেরাই বাংলাদেশ জাতীয় দলকে বিশেষ আতিথিয়তা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই সিরিজের প্রথম ধাপঃ শেষে বাংলাদেশ দলের ড্রেসিং রুমে এসে করমর্দন শেষে বেশ কিছুক্ষণ সবাই খোশগল্প করেন, ছবি তোলেন। এটি পাকিস্তানের গত বছরের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তের কিছু ভিডিও ক্লিপস একত্রিত করে পোস্ট করেছে। স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড ছাড়াও আরও বেশ কিছু ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।