ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের কোন অজুহাতেই মানতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার। ইতিমধ্যেই সফলভাবে দুটি টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
প্রথমে বিসিবি প্রেসিডেন্ট কাপ এবং পরবর্তীতে আন্তর্জাতিক পরিসরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। তবে করোনাভাইরাস এর কারণ দেখিয়ে বাংলাদেশ সিরিজে আসছে না ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের ১২ সদস্য। খুবই দুঃখজনক বলে জানিয়েছেন হাবিবুল বাশার।
তিনি বলেন, “আমরা সফলভাবে দুইটি টুর্নামেন্ট আয়োজন করেছি। কোনো খেলোয়াড়, কোনো অফিসিয়াল করোনায় আক্রান্ত হয়নি এ সময়ে। স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি আমরা সচেতন। সেক্ষেত্রে আমরা এখানে যে কোনো দলকে আমরা আতিথেয়তা দিতে পারি”।
“ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবখানেই খেলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ বেশ কয়েকটি সফর করলো। তারা নিউজিল্যান্ড সফর করে এলো। এর আগে ইংল্যান্ডে গিয়েছিল। ইংল্যান্ড যে প্রটোকল অনুসরণ করেছে, আমরাও সেটা করেছি।সেক্ষেত্রে আমাদের এখনে সফর করা ঝুঁকির কিছু ছিল না। এজন্য আমি বলবো এটা কিছুটা দুঃখজনক।”
তবে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় সারির দল পাঠালেও কোন প্রকার ছাড় দেবেনা বাংলাদেশ দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই দল সাজাবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। সিরিজে কোন পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার।
“পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। আমরা আমাদের সেরা দল নিয়ে মাঠে নামবো। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট। আমাদেরকে অবশ্যই জেতার চিন্তা করতে হবে। কে আসল, কে না আসল এটা দল নির্বাচনে প্রভাব ফেলবে না।’
দীর্ঘদিন পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে সেই ভয়ও আছে শিবিরে। হাবিবুল বাশারও মনে করিয়ে দিলেন সেই কথা,‘আমরা দীর্ঘদিন পর মাঠে ফিরছি। আপনি যতই প্রস্তুতি নেন কিংবা ম্যাচ খেলেন। পাঁচ দিনের টেস্ট ম্যাচ সম্পূর্ণ আলাদা। আবার দীর্ঘদিন পর যখন ফিরছেন তখন ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না।”