আইসিসির টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে উঠলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ কে পিছনে ফেলে এক নম্বর হয়েছেন তিনি।
৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে এই দুইজনকে পিছনে ফেলে এক নম্বরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে তেমন ভালো রান করতে পারেনি ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্মিথ।
আইসিসির টেস্ট র্যাংকিংয়ে বিরাট কোহলি আছেন দ্বিতীয় অবস্থানে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৮৭৯। অন্যদিকে তৃতীয় নম্বরে নেমে গেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮৭৭।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে অধিনায়ক উইলিয়ামসন খেলেন ১২৯ রানের এক অনবদ্য ইনিংস। তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শ্বাসরুদ্ধকর এক জয়ে সিরিজে এগিয়ে যায় নিউজিল্যান্ড।