আগামী দুই সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হচ্ছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জন লুইস। ১০ জানুয়ারি ঢাকায় আসছেন তিনি

দুই-একদিনের মধ্যেই হয়তো আজই বাংলাদেশ জাতীয় দলের জন্য প্রধান ব্যাটিং পরামর্শকের নাম প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তিনি হচ্ছেন আগামী দুই সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রধান ব্যাটিং পরামর্শ।

উইন্ডিজদের বিরুদ্ধে হোম সিরিজ ও আগামী মার্চে নিউজিল্যান্ড সফরের জন্য ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জন লুউইকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১০ জানুয়ারির আগেই তিনি ঢাকা আসবেন।

দীর্ঘমেয়াদে কোচ নিয়োগের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা দীর্ঘমেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। করোনা আছে, এখানে অনেকদিন থাকতে চায় না। আশা করছি আগামী ২-১ দিনের মধ্যেই বিষয়টা চূড়ান্ত হবে, আমরা আলাপ করছি। তারপরই আপনাদের জানাতে পারবো।’





এর আগে ডারহাম কাউন্টি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন জন লুইস। ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট, ১৩টি ওয়ানডে ও দুটি টি২০ খেলেছেন। তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১০ জানুয়ারি ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে এই সিরিজ দিয়ে তামিম মুশফিকদের দায়িত্ব নেবেন তিনি।