ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে আয়ারল্যান্ড সফর নিশ্চিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড

করোনা ভাইরাস কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি অনেক বড় ক্ষতি হয়েছে বাংলাদেশ বয়সভিত্তিক ক্রিকেট দল গুলির। বিশেষ করে যুব বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররা এখনো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেননি।





অবশেষে আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সাথে আবারো মাঠে ফিরে যাচ্ছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল।

সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারীতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড এইচপি ক্রিকেট দল। সফরে আয়ারল্যান্ডের সাথে ঘরের মাটিতে একটি চার দিনের ম্যাচ এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল।

সফরটি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সীমাবদ্ধতার মধ্যেও আমরা এইচপি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কয়েকদিন আগেই এর প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে। দলটিকে নিয়ে সামনে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে যার কাজ এখন চলমান। ওই কার্যক্রমের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সফর সূচি। আমরা ওই পরিকল্পনামতোই এগিয়ে যাচ্ছি।’

ইতিমধ্যেই এই সিরিজের জন্য সম্ভাব্য ভেন্যু নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি থেকে জানা গেছে, সিরিজটি হওয়ার কথা ছিল দুটি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচের। কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের অনুরোধে চার দিনের একটি ম্যাচ কমিয়ে দুটি ওয়ানডে বাড়ানো হয়েছে।

এদিকে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বিসিবিকে অনুরোধ করেছে সব কয়টি ম্যাচ ঢাকায় আয়োজন করতে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল একটি চার দিনের ম্যাচ চট্টগ্রামে আয়োজন করতে। তবে সেটি যদি না হয় তাহলে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেও হতে পারে বড় দৈর্ঘ্যের ক্রিকেট ম্যাচটি।





হোম সিরিজ সামনে রেখে ফেব্রুয়ারির শুরুতে ক্যাম্প করতে পারে বিসিবি এইচপি স্কোয়াড। ২০২২ সালের জুনে ফিরতি সফরে আয়ারল্যান্ডের কন্ডিশনে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল।