ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সমালোচনা করতে কখনোই পিছ পা হন না পাকিস্তানের গতি দানব শোয়েব আক্তার। একটু ভুল পেলেই ভারতীয় ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেন তিনি। কিছুদিন আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে ভারতীয় দলের অলআউট হওয়াই কঠোর সমালোচনা করেছিলেন তিনি।
তবে এবার শুর পাল্টিয়েছেন শোয়েব আক্তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়লাভ করায় ভারতীয় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় শোয়েব বলেছেন, ‘ভারতীয় দল অস্ট্রেলিয়াকে এমনভাবে হারিয়েছে, যেমনটা কাউকে বস্তায় ভরে পেটানো হয়। চাপের সময় ক্যারেক্টার জন্ম নেয় না, ক্যারেক্টারের প্রদর্শনী করতে হয়। গভীর চাপের মুখে থেকে নিজেদের প্রতিভার প্রদর্শনী করেছে ভারত। এটাই ভারতের বিশেষত্ব।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার পরিবর্তে বর্তমানে ভারত জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্কা রাহানে। এছাড়াও ভারতের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পেয়ে বাদ পড়েছেন পেসার উমেশ যাদবও।
তবু সহজেই ম্যাচ জিতে নিয়ে ভারত। এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখানোয় যেন বেশি উচ্ছ্বসিত শোয়েব। অজিঙ্কা রাহানে অধিনায়কত্বের পাশাপাশি দুই তরুণ ক্রিকেটার মোহাম্মদ সিরাজ এবং শুবমান গিলের প্রশংসায় ভাসিয়েছেন শোয়েব আক্তার।
এসময় তিনি আরো বলেন, ‘সবচেয়ে সেরা দিকটা ছিল যে, তারা হৃদয় দিয়ে খেলেছে। তাদের দলে তিনজন তারকা খেলোয়াড় ছিল না। কিন্তু এতে কোনো সমস্যাই হয়নি। অজিঙ্কা রাহানে নীরবেই দলটাকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। তার সাফল্যই এখন তার পক্ষে জোরে কথা বলছে। সবাই যেমন বলে, নীরবে পরিশ্রম করো এবং সাফল্যকেই তোমার হয়ে কথা বলতে দাও।’
“ভারত সিরাজকে দলে নিয়েছে, সে ৫ উইকেট শিকার করেছে। সে এখনও তরুণ। বাবার শেষকৃত্যের সময় থাকতে পারেনি। তবে নিজের পারফরম্যান্স দিয়েই বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এরপর আসল গিল। নিশ্চিতভাবেই ওর মধ্যে একজন বড় তারকার জন্ম হচ্ছে”।