করোনা ভাইরাসের কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অনেক গুরুত্বপূর্ণ সদস্য। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোভিড-১৯ এর কারণে ব্যক্তিগত ভয় থেকেই নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন নিয়মিত দলের ১৩জন ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের এ ব্যপারে স্বাধীনতা দিয়েছিল। সফরে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ব্যপারে। করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজের যে সব খেলোয়াড় বাংলাদেশে আসতে রাজি নন।
তারা হচ্ছেন – জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্র্যাভো, সামারাহ ব্রুকস, রস্টোন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, সাই হোপ, শিমরন হেটমায়ার এবং নিকোলাস পুরান। ফ্যাবিয়েন অ্যালেন এবং শেন ডরউইচ- ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন।
মূলত বিগ ব্যাশ এবং টি টেন ক্রিকেট লীগ এর জন্য বাংলাদেশ সফরে আসছে না তারা। এদিকে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল দেখে অনেক দুঃখ পেয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
“একটু দুঃখ লাগল। করোনার কারণে যদি না আসে তাহলে তো কিছু বলতে পারবেন না। কিন্তু আমার যুক্তি হলো, ওরা সব জায়গায় খেলছে, বাংলাদেশে অন্যান্য জায়গা থেকে কোভিড-১৯ ভালো ব্যবস্থাপনা করেছি, নিয়ন্ত্রণ করেছি। দুটি টুর্নামেন্ট করেছি সফলভাবে। সব জায়গায়ই তো মানুষ মারা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এলে কোভিডের সমস্যা হয়, এই যুক্তিটা বুঝে ওঠা কঠিন।”
এছাড়াও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকও কিছুটা আশাহত। তবে ঘরের মাঠে যে দলই আসুক না কেন কোন প্রকার ছাড় দিতে নারাজ অধিনায়ক মমিনুল হক। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আলাদাভাবে এই সিরিজে মনোযোগী হতে চাই তার দল।
“সবাই আশাই করে যে নিয়মিত দলটাই আসবে। শুধু আমি না, সবাই এটাই আশা করেছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ছোট-বড় চিন্তা করে খেলা যাবে না। দল দেখে যদি ভাবেন আপনি জিতে যাবেন, এটা ঠিক না”।
“মূল ক্রিকেটার নেই, তার মানে এই না যে দল ওদের হালকাভাবে নেবে। দেশে খেললে আমাদের প্রত্যাশা থাকে আমরা ভালো করব। আর টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা অবশ্যই জয়ের জন্যই যাব। সেটা এই দল না, ওদের মূল দল এলেও আমাদের মানসিকতা একই থাকত।’