অবশেষে অস্ট্রেলিয়া দলে ফিরলেন ডেভিড ওয়ার্নার। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আগামী ৭ জানুয়ারি সিডনিতে শুরু হবে দুই দলের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচ।

দুই দলের মধ্যকার ম্যাচের টেস্ট সিরিজে প্রথম থেকে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়লাভ করেছে ভারত। ইনজুরি কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন পেসার শন অ্যাবট। তিনি ছাড়াও অস্ট্রেলিয়া স্কোয়াডে রয়েছেন প্যাট কামিন্স, জস হ্যাজলউড, মিচেল স্টার্কম, জেমস প্যাটিনসন।

তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ায় চূড়ান্ত স্কোয়াড : টিম পেইন-(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, মিচেল সুইপসন, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, উইল পুকভস্কি, জেমস প্যাটিনসন, মাইকেল নেসের, নাথান লায়ন, মার্নাস লাবুশেন, মইসেস হেনরিকুইস, ট্রাভিস হেড, জস হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ক্যামেরন গ্রীন, প্যাট কামিন্স, শন অ্যাবট।