বিগ ব্যাশের টাকার লোভে কারণে বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ১৩ ক্রিকেটার

করোনাভাইরাস এর কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অনেক গুরুত্বপূর্ণ সদস্য। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোভিড-১৯ এর কারণে ব্যক্তিগত ভয় থেকেই নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন নিয়মিত দলের ১৩জন ক্রিকেটার।





ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের এ ব্যপারে স্বাধীনতা দিয়েছিল। সফরে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ব্যপারে। করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজের যে সব খেলোয়াড় বাংলাদেশে আসতে রাজি নন।

তারা হচ্ছেন – জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্র্যাভো, সামারাহ ব্রুকস, রস্টোন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, সাই হোপ, শিমরন হেটমায়ার এবং নিকোলাস পুরান। ফ্যাবিয়েন অ্যালেন এবং শেন ডরউইচ- ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন।

যদিও নিয়মিত একাদশের বেশির ভাগ ক্রিকেটাররা বাংলাদেশে না আসার বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছে উইন্ডিজ বোর্ড। তবে সমালোচকরা মনে করছে, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের টাকার লোভই আটকে রেখেছে ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারদের। এ কারণেই বাংলাদেশ সফরকে এড়িয়েছে তারা।

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে আসলো আর কে আসলো না এনিয়ে ভাবছে না। নির্ধারিত সময়ের মধ্যেই সিরিজ আয়োজন করবে বিসিবি। সেজন্য শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সার্বিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেয়া হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন আহমেদ সুজন।

তিনি বলেন, কে আসলো বা গেলো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যে যোগাযোগ হচ্ছে তা সব সময় আছে। আমরা মনে করি নির্ধারিত সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দল খেলতে আসবে।

এ সফরে আমাদের যে যে প্রিপারেশন দরকার সেগুলো আমরা অলরেডি শুরু করেছি। আন্তঃমন্ত্রণালয়ে মিটিংয়ের জন্যে অনুরোধ জানিয়েছি। আশা করছি দু’এক দিনের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র‍্যাথওয়েইট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বনার, জন ক্যাম্পবেল, রাখিম কর্নওয়াল, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রেমন রাইফার, জোমেল ওয়ারিকান





ওয়ানডে দল: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বনার, জশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, আন্ড্রে ম্যাকার্থি, ইয়র্ন ওটলে, রভম্যান পাওয়েল, রেমন রাইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র