২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টেন ক্রিকেট লিগ। গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে টি-টেন এর প্লেয়ার্স ড্রাফট। নিলামে মোসাদ্দেক হোসন, পেসার তাসকিন আহমেদ ও মুক্তার আলীকে বেছে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ানস।
দ্য বেঙ্গলস টাইগার বেছে নিয়েছে দুই তরুণ স্পিন অল রাউন্ডার আফিফ হোসেন ও শেখ মেহেদি হাসানকে। পুনে ডেভিলস পছন্দ করেছে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা নাসির হোসেনকে। তবে টুর্নামেন্টে ডাক পাওয়া সব ক্রিকেটারকে ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে সব ক্রিকেটারকে ছাড়পত্র দিতে রাজি নয় বিসিবি। কারণ ওই ছয়জন ক্রিকেটারের মধ্যে বেশ কয়েকজনকে জাতীয় দলে নেওয়ার চিন্তাভাবনা আছে।
বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, যাদের জাতীয় দলে যুক্ত হবার সম্ভাবনা রয়েছে তাদেরকে ছাড়পত্র দেয়া হবে না। বিষয়টি নিয়ে নির্বাচক কমিটির সঙ্গে কথাবার্তা চলছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের ওয়ানডে দলে থাকার সম্ভাবনা রয়েছে ফাস্ট বোলার তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন এবং মেহেদী হাসান। তবে এই মুহূর্তে জাতীয় দলে খেলার কোন সম্ভাবনা নেই নাসির হোসেন এবং মুক্তার আলীর। তাই এই দু’জনকে টি-টেন লেগে খেলার অনুমতি দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতবছর ফরহাদ রেজাকে খেলতে অনুমতি দিয়েছিল বিসিবি।