ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাচ হারের পর আরও একটি দুঃসংবাদ শুনতে হয়েছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলকে। স্লো ওভার রেটের কারণে তাদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। সেই সাথে কাটা পড়ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট।
আজ এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ‘টিম পেইনের দল নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম করেছে এ কারণে আইসিসির এলিট প্যানেলভুক্ত ম্যাচ রেফারি তাদের এই শাস্তি দিয়েছে।’
আইসিসির নিয়ম অনুযয়ী নির্ধারিত সময় পার হয়ে গেলে প্রতি ওভারের জন্য ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর আইসিসি সেই নিয়ম কিছুটা পরিবর্তন করে। জরিমানার বিধান অপরিবর্তিত রেখে নির্ধারিত সময়ের বাইরে প্রতি ওভারের জন্য দুই পয়েন্ট কাটার নিয়ম করে তারা। এবার সেই নিয়মেই শাস্তি পেল অস্ট্রেলিয়া। শাস্তি কার্যকরের পর অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে ৩২২। আর শতকরা পয়েন্ট নেমে হয়েছে ০.৭৬৬।