টি-টেন ক্রিকেট লীগে খেলতে তাসকিন মোসাদ্দেকদের অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ২৮ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টেন ক্রিকেট লিগের চতুর্থ আসর। এই টুর্নামেন্টে প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে দল পেয়েছেন ৬ জন ক্রিকেটার। তবে আপাতত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এনওসি না দেওয়ার পক্ষে বিসিবি।

শেষ পর্যন্ত এমনটা বাস্তবে হলে, টি-টেন লিগে দল পাওয়ার পরও আসরে খেলা হচ্ছে না কোন টাইগার ক্রিকেটারের। এ ব্যাপারে আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন অনুমতি দেয়া হচ্ছেনা ক্রিকেটারদের।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, এখন পর্যন্ত অবস্থা এমন যে, যারা ওই টুর্নামেন্টে ডাক পেয়েছেন, তাদের অধিকাংশই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরিকল্পনায় আছেন। তাই আমি মনে করি, এনওসি দেয়া কঠিন হবে।

তবে শুধু টি টেন ক্রিকেট লীগে নয় ২০২১ সালে অন্যদেশের কোনো লিগেই নাকি টাইগার ক্রিকেটারদের দেওয়া হবে না কোন অনাপত্তিপত্র। এর কারণ ব্যস্ত শিডিউল আর করোনাকাল। থাকবে আক্রান্ত হওয়ার আর সংক্রমিত করার ঝুঁকিও।

২০২১ সালে কমপক্ষে ৯ টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুধু তাই নয় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ। পুরো বছর জুড়ে ব্যস্ত সময় পার করবে তারা। যার শুরু হবে আগামী মাস থেকেই।আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ।





সেই সিরিজের জন্য ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। টি-টেনে ডাক পাওয়া ৬ জনের ৪ জন অর্থাৎ মোসাদ্দেক-তাসকিন-আফিফ আর মাহেদী বেশ ভালোভাবেই আছেন বিসিবির পরিকল্পনায়।

এই টুর্নামেন্টে প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে দল পেয়েছেন ৬ জন ক্রিকেটার। তারা হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন , শেখ মেহেদী হাসান এবং মুক্তার আলী।

প্লেয়ার্স ড্রাফটে সবার আগে বাংলাদেশ ক্রিকেট দল পেয়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে দলে নিয়েছে টুর্নামেন্টির বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স। এই দলের হয়ে খেলবেন মুক্তার আলী।

শুধু তাই নয় এই দলে বাংলাদেশ থেকে আরও খেলবেন তাসকিন আহমেদ। মোসাদ্দেক, মুক্তার এবং তাসকিনের সাথে এই দলে রয়েছেন শোয়েব মালিক, লরি ইভান্স, মোহাম্মদ হাফিজের মতো তারকা ক্রিকেটার।

প্লেয়ার্স ড্রাফটে তৃতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ থেকে দল পেয়েছেন আরেক তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। বাংলাদেশের মালিকানাধীন এই দলটি তাদের দলে নিয়েছে না আরো একজন বাংলাদেশী ক্রিকেটারকে।

বাংলাদেশ দলের আরেক তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার শ্রীলংকার ফাস্ট বোলার ইসুরু উদানা। দলে আরো আছেন আন্দ্রে ফ্লেচার, কায়েস আহমেদ, চিরাগ সুরি, জনসন চার্লস।





এছাড়া ড্রাফট থেকে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে পুনে ডেভিলস। নাসিরকে ‘সি’ ক্যাটাগরি থেকে দলে নিয়েছেন ভারতীয় মালিকানাধীন দলটি। দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা।