সাকিব-তামিমদের জন্য ব্যাটিং কোচ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য ব্যাটিং পরামর্শক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখনই নাম প্রকাশ না করলেও দুই-একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন,

‘আপনারা ব্যাটিং কোচের ব্যাপারে খুব শীঘ্রই জানতে পারবেন। প্রায় ফাইনাল হয়েছে। আমাদের কোচিংস্টাফ অ্যাপয়েনমেন্টের শেষের দিকে কিছু মাইনর টার্মস কন্ডিশনের সমন্বয় প্রয়োজন হয়, সেই সময়টাই আমরা নিচ্ছি। অলমোস্ট ফাইনাল হয়ে আছে। আশা করি খুব শীঘ্রই নামটি পেয়ে যাবেন।’

এখনই নাম প্রকাশ না করলেও টাইগারদের ব্যাটিং কোচ হওয়ার দৌড়ের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন দুইজন। তারা হলেন পল নিক্সন ও জন লুইস। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ ছিলেন পল নিক্সন। বিসিবির প্রথম পছন্দ নিক্সন। যদিও পর নিক্সনকে আগে বাংলাদেশ এইচপি দলের প্রধান কোচ করতে চেয়েছিল বিসিবি।

করোনা ভাইরাসের কারণে ওই সময়ে রাজি হননি তিনি। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এছাড়াও কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের প্রধান কোচ ছিলেন তিনি। উইকেটরক্ষক এ ব্যাটসম্যানের ১৯টি ওয়ানডে ও একটি টি২০ খেলার অভিজ্ঞতা রয়েছে।





আর ডারহাম কাউন্টি দলের প্রধান কোচ জন লুইস। তিনিও ছিলেন ব্যাটসম্যান। ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট, ১৩টি ওয়ানডে ও দুটি টি২০ খেলেছেন। কোচিং করানোর অভিজ্ঞতায় দু’জনের কেউই পিছিয়ে নেই।