তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ নিয়ে নাটকের তো কম হলো না। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।

কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই সিটিজি স্থগিত করে দুই দেশের ক্রিকেট বোর্ড। এরপর গত অক্টোবরে স্থগিত হয়ে যাওয় ওই সিরিজ আয়োজন করতে চেয়েছিল শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ দল সফরে যেতে আগ্রহী হলেও শ্রীলঙ্কার বাধ্যমূলক ১৪ দিনের কোয়ারেন্টিন ও এই সময়ে অনুশীলনের সুযোগ না দেওয়ার কারণেই মূলত সিরিজটি স্থগিত হয়ে যায়।

তবে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের দলের শ্রীলঙ্কা সফর নিয়ে আবারও আশার আলো দেখালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগামী বছরের এপ্রিলে কোনো খেলা নেই বাংলাদেশের। বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

এরপর ফেব্রুয়ারি-মার্চে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।





এরপর শ্রীলংকার বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।