ফেব্রুয়ারীতে নিউজিল্যান্ড সিরিজের পর বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব থেকে বিদায় নেবেন ড্যানিয়েল ভেট্টরি। থাকবেন না ওয়েস্ট ইন্ডিজ সিরিজে

দীর্ঘদিন পর মাটি ফেটে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে দেশে আসতে শুরু করবে জাতীয় দলের কোচিং স্টাফরা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশে আসছেন না স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে থাকবেন ড্যানিয়েল ভেট্টোরি। আর এই সিরিজের মধ্যে দিয়ে ১০০ দিনের চুক্তি শেষ হচ্ছে ড্যানিয়েল ভেট্টোরির। ২০১৯ এর জুলাইয়ে টাইগারদের বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টরির নাম ঘোষণা করে বিসিবি।

নভেম্বরে ভারত সফরে গিয়েছিলেন টাইগারদের সঙ্গে। তবে এই বছর তিনি বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে না গেলেও কাজ করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। মার্চে সিরিজ শেষ হলে নিজ দেশে পাড়ি জমান এই কোচ। এরপর করোনা মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় আর বাংলাদেশে আসা হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপেরেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘বিশ্বের করোনা পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি। বিশেষ করে ইউরোপ জুড়ে এর প্রভাব বেড়েছে। বাংলাদেশও ঝুঁকির মধ্যে। সবকিছু বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না ভেট্টরি”।





“আমাদের এই বিশেষজ্ঞ বোলিং কোচ বর্তমানে নিজ দেশে আছেন। আমরা মার্চেই নিউজিল্যান্ড সফরে যাবো। সেখানে তিনি দলের সঙ্গে কাজ করবেন। এরপর তার সঙ্গে আমরা চুক্তি নবায়ন করবো কিনা সেটি এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। যদি সব ঠিক থাকে হয়তো চুক্তি আবার হতে পারে।”