দেখে নিন আইসিসির দশকসেরা ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি একাদশ।

ক্রিকেটের তিন সংস্করণ টেস্ট, ওয়ানডে এবং ট-টোয়েন্টির দশক সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। আইসিসির ঘোষিত এই তিন একাদশী রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। সেই সাথে আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি।

এছাড়াও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়ানডের দশক সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। বাকি দুই সংস্করণে নেই কোনো বাংলাদেশি।

আইসিসির দশক সেরা টেস্ট দল: অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, কুমার সাঙ্গাকারা, রবিচন্দ্রন অশ্বিন, ডেইল স্টেইন, স্টুয়াট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

আইসিসির দশকের সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।





আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক) কাইরন পোলার্ড, রশিদ খান, জসপ্রিত বুমরাহ, এবং লাসিথ মালিঙ্গা।