নতুন আরো একটি বছরকে স্বাগতম জানাতে তৈরি হচ্ছে ক্রিকেট বিশ্ব। সেই সাথে শেষ হচ্ছে আরও একটি দশক। ২০১০ থেকে ২০২০ এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে অনেক ক্রিকেটারদের। এই দশকে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের থেকে অনেক বেশি জনপ্রিয় ছিল টি-টোয়েন্টি ক্রিকেট।
এবার দশক সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। একাদশে সুযোগ পাননি বাংলাদেশী কোন ক্রিকেটার। সর্বোচ্চ ভারতের ৪ জন পেয়েছেন এই একাদশে সুযোগ। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার থেকে রয়েছেন দুইজন করে।
ওপেনিংয়ে ভারতের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মার সাথে রয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। এরপরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আরেক কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধনীকে। দুই অলরাউন্ডারের রয়েছে অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যারিন পোলার্ড। স্পেশালিস্ট স্পিনার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান। ২ ফাস্ট বোলার হিসেবে একাদশে রয়েছেন মালিঙ্গা এবং জাসপ্রিত বুমরাহ।