রাহানের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শেষে অধিনায়ক আজিমকিয়া রাহানের দুর্দান্ত সেঞ্চুরিতে চালকের আসনে ভারত। ভারতের বিপক্ষে গতকাল প্রথম দিনে ১৯৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করেছে ভারত। দিন শেষে তারা অস্ট্রেলিয়া থেকে এগিয়ে আছেে ৮২ রানে। ভারতের হয়ে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন অধিনায়ক আজিমকিয়া রাহানে।

এছাড়াও ভারতের বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অপরাজিত আছেন ৪০ রানে। এছাড়াও ভারতের হয়ে ৪৫ রান করেছেন তরুণ ব্যাটসম্যান শুবমান গিল। মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স দুটি করে উইকেট লাভ করেছেন।





এর আগে গতকাল জসপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে ১৯৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৪ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টিতে জয়লাভ করে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।