বেন স্টোকস এবং রবীন্দ্র জাদেজাকে পিছনে ফেলে টি-টোয়েন্টির পর এবার দশক সেরা টেস্ট একাদশেও সুযোগ পেলেন সাকিব আল হাসান। দেখে নিন একাদশ

শেষ হচ্ছে আরও একটি দশক। ২০১০ থেকে ২০২০ এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে অনেক ক্রিকেটারদের। নিঃসন্দেহে বিগত ১০ বছরে বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কিছুদিন আগেই ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়ার দর্শক সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছিলেন ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার জায়গা পেলেন দশক সেরা টেস্ট একাদশে।

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে তৈরি করেছেন একটি দশকসেরা টেস্ট একাদশ। আর তার এই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিগত এক দশকে দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। প্রতিদ্বন্দ্বী হিসেবে শাকিবের সাথে ছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিবেচনায় ছিলেন ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকসও। তবে সবকিছু বিবেচনায় নিয়ে সাকিবকেই এগিয়ে রেখেছেন ভোগলে।

ভোগলের একাদশে ওপেনার ব্যাটসম্যান হিসেবে রয়েছে ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টার কুক এবং অস্ট্রেলিয়ার বর্তমান ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এই পরেই রয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এবং ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। একাদশে আরো সুযোগ পেয়েছে স্টিভ স্মিথ, এবি ডি ভিলিয়ার্স।





ভোগলের দশকসেরা টেস্ট একাদশ : অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, এ বি ডিভিলিয়ার্স (উই.), সাকিব আল হাসান, রবীচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, ডেল স্টেইন ও জিমি অ্যান্ডারসন।