২০২০ সালে ওয়ানডে ক্রিকেটে সেরা ব্যাটসম্যান লিটন দাস। দ্বিতীয় স্থানেই তামিম ইকবাল

২০২০ সালে ক্রিকেটে সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এই সময়ে বাংলাদেশের স্থগিত হয়েছে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ। সর্বশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ খেলেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল টাইগাররা। যা এই বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একমাত্র ওয়ানডে সিরিজ। এছাড়া এই বছরে কোন ওয়ানডে ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ৩ ম্যাচেই রেকর্ডের পাতায় রয়েছেন লিটন দাস এবং তামিম ইকবাল।

গত ৩ মার্চ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রান করে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ স্কোরের মালিক হন তামিম ইকবাল। এর তিন দিন পরেই একই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবালের ১৫৮ রানের ইনিংসের রেকর্ড ভেঙে ১৭৮ রান করেন লিটন দাস।





শুধু বাংলাদেশেই নয় এই বছরে ওয়ানডে ক্রিকেটে এটি সর্বোচ্চ। এছাড়াও দ্বিতীয় নম্বরে রয়েছে তামিম ইকবালের ১৫৮ রানের ইনিংস। তবে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন এই দুই ব্যাটসম্যান। বাংলাদেশের দুই ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল এবং লিটন দাস ছাড়া এই বছরে (২০২০) ক্রিকেট বিশ্বে আর কোন ব্যাটসম্যান ১৫০+ স্কোর করতে পারিনি।