১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টেরর ফাইনালে সাব্বির রহমানের দুর্দন্ত ব্যাটিংয়ে ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ রাইডার্স

ফাইনালে সাব্বির রহমানের দুর্দন্ত ব্যাটিংয়েন ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ রাইডার্স। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১০০ বলের এই টুর্নামেন্টের ফাইনালে ময়মসিংহ থান্ডারকে ৮ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ রাইডার্স।

আজ (শুক্রবার) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে টস হেরে ব্যাট করতে নামে ৯ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে ময়মনসিংহ থান্ডার। ফাইনাল ম্যাচে ফরহাদ রেজা প্রথমবার খেলতে নেমে ১৩ বলে তোলেন ২৮ রান। তিনটি করে উইকেট নেন রনি ও স্বাধীন।

জবাবে খেলতে নেমে উড়ন্ত শুরু করেন রাইডার্সের দুই ওপেনার উত্তম ও মনির। ৫৫ রানের জুটি বাধেন দুজনে। ২ বলের ব্যবধানে দুজন আউট হলেও সাব্বির রহমান ও আল আমিন জুনিয়র মিলে ৮ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সাব্বির ৩৭ ও আল আমিন ২৩ রানে অপরাজিত ছিলেন।





ফাইনাল সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের রনি আর টুর্নামেন্ট সেরা থান্ডারের শুভাগত হোম। হাজার হাজার মানুষ এই ফাইনাল উপভোগ করেছেন। এ ছাড়াও ফাইনাল সরাসরি দেখানো হয়েছে টি-স্পোর্টসে।