টি-টেন ক্রিকেট লিগে কেমন হল আফিফ, মেহেদীর বাংলা টাইগার্সের স্কোয়াড। দেখে নিন

প্লেয়ার্স ড্রাফটে তৃতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ থেকে দল পেয়েছেন আরেক তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। বাংলাদেশের মালিকানাধীন এই দলটি তাদের দলে নিয়েছে না আরো একজন বাংলাদেশী ক্রিকেটারকে।





বাংলাদেশ দলের আরেক তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার শ্রীলংকার ফাস্ট বোলার ইসুরু উদানা। দলে আরো আছেন আন্দ্রে ফ্লেচার, কায়েস আহমেদ, চিরাগ সুরি, জনসন চার্লস।

বাংলা টাইগার্সের চূড়ান্ত স্কোয়াড : ইসুরু উদানা, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, টম মুরস, কায়েস আহমেদ, ডেভিড ভিজা, চিরাগ সুরি, মোহাম্মদ ইরফান, অ্যাডাম হোজ, করিম জানাত, আরিয়ান লাকরা, নূর আহমেদ, ফজল হক ফারুকী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান ও মুজিব-উর-রহমান।

আগামী ২৮ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টেন ক্রিকেট লিগের চতুর্থ আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল (বুধবার) অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে দল পেয়েছেন ৬ জন ক্রিকেটার। তারা হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন , শেখ মেহেদী হাসান এবং মুক্তার আলী।

প্লেয়ার্স ড্রাফটে সবার আগে বাংলাদেশ ক্রিকেট দল পেয়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে দলে নিয়েছে টুর্নামেন্টির বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স। এই দলের হয়ে খেলবেন মুক্তার আলী।





শুধু তাই নয় এই দলে বাংলাদেশ থেকে আরও খেলবেন তাসকিন আহমেদ। মোসাদ্দেক, মুক্তার এবং তাসকিনের সাথে এই দলে রয়েছেন শোয়েব মালিক, লরি ইভান্স, মোহাম্মদ হাফিজের মতো তারকা ক্রিকেটার।