ইনজুরিতে পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। মিনিস্টার গ্রুপ রাজশাহীতে হয়ে দলীয় অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। যার কারণে টুর্নামেন্টের শুধু কিছু ম্যাচ খেলতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন।





ইনজুরি থেকে ফিরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের শেষের কয়েকটি ম্যাচ খেললে ও পারফর্মেন্স করতে পারেননি তিনি। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হলো এখন ও সেই চোট বয়ে বেড়াচ্ছেন সাইফুদ্দিন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হওয়ার পর এমআরআই করিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনের।

রিপোর্টে তার লিগামেন্টে কিছু জটিলতা রয়েছে। যার কারনে মোহাম্মদ সাইফুদ্দিনকে তিন সপ্তাহের পর্যবেক্ষণে রাখা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে নিজের ইনজুরির কথা নিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন বলেন,

“আমরা যখন টুর্নোমেন্ট চলাকালীন বায়ো বাবলে ছিলাম যার কারনে এমআরআইটা করতে পারি নাই। তো এমআরআই যখন টুর্নামেন্ট শেষ হয় করি এখানে লিগামেন্টে কিছু সমস্যা ছিল। আমি অনুভব করছিলাম যে নরমালি ব্যাথা হলে এক সপ্তাহ পর চলে যাওয়ার কথা”

“তারপর কিছুটা সমস্যা হচ্ছিলো। তো লিগামেন্টের সমস্যা হওয়ার পর এখন যে দেবাশীষ স্যার আছে ফিজিও আছে আমাদের শাওন ভাই, বায়োজিদ ভাই তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। উনাদের প্লান অনুযায়ী আগাচ্ছি আর কি।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি। তাই অনিশ্চিত হয়ে পড়েছে তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা।

তিন সপ্তাহ পর্যবেক্ষণের পর আবারও নানা পরীক্ষা-নিরীক্ষা করা হবে মোহাম্মদ সাইফুদ্দিনকে। তাই এখনই ক্রিকেট ম্যাচ খেলার ছাড়পত্র পাচ্ছেন না মোহাম্মদ সাইফুদ্দিন।





সাইফউদ্দিন বলেন, ‘লিগামেন্টে কিছু সমস্যা বাকিটা তো আমি জানি না গ্রেড ১ নাকি ২, কিছু আছে নিশ্চয় যার কারণে আমাকে প্রায় তিন সপ্তাহের মতো উনাদের পর্যবেক্ষণে থাকতে হবে এই টুকুই জানি। আমি আশাবাদী। এরপর আমার কিছু টেস্ট নেবে বোলিং টেস্ট বা রানিং, ফিটনেস ওভারঅল। তো সবকিছু যদি টিকে যাই তাহলে হয়তো বা ছাড়পত্র পাব।’