আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

গতবছর দক্ষিণ আফ্রিকায় ইতিহাস ঘুরে যুব বিশ্বকাপ জয়লাভ করেছিল বাংলাদেশের যুবারা। যা এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। শিরোপা ধরে রাখতে তাই যুব ক্রিকেটারদের নিয়ে বড় ধরনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে করোনা বাগড়া না দিলে, আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জানিয়েছেন গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, বেশকিছু ট্যুর ঠিক করা আছে। জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে সফরের কথা আছে। ওখানে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার সঙ্গে ট্রাইনেশন সিরিজ খেলার পরিকল্পনা আছে। করোনা পরিস্থিতি যদি খারাপ না হয়, তাইলে আমরা ভালো প্রস্তুতি নিতে পারবো।





তবে সবকিছুই নির্ভর করছে পরবর্তী করোনা ভাইরাসের উপর। তাই যুব কিন্তু তার জন্য বিকল্প ভেবে রেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সুজন বলেন, যদি আমরা বাইরে যেতে না পারি, দেশেই দীর্ঘ সময় পাই, সেক্ষেত্রে পরিকল্পনা আছে গতবারের (আকবর আলীদের) অ-১৯ চ্যাম্পিয়ন দলের সঙ্গে ম্যাচ খেলানোর। এছাড়া প্রিমিয়ার লিগ, এইচপির ভালো ক্রিকেটারদের নিয়ে বেশি বেশি ম্যাচ খেলানোর কথা মাথায় আছে।