কার হাতে উঠবে শিরোপা। দেখে নিন আগামীকাল ফাইনাল ম্যাচের জন্য দুই দলের সেরা একাদশ

সফল ভাবেই শেষ হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামীকাল ফাইনালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে থেকেই হট ফেভারিট ছিল এই দুই দল।

এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং উইকেট সংগ্রাহক গাজী গ্রুপ চট্টগ্রামের দুই ক্রিকেটার লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান। এদিকে এই টুর্নামেন্টের ৩ দেখায় গাজী গ্রুপ চট্টগ্রাম জয়লাভ করেছে ২ ম্যাচে। এবং জেমকন খুলনা জয়লাভ করেছে এক ম্যাচে। আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

জেমকন খুলনার সম্ভাব্য একাদশ: জহুরুল ইসলাম, জাকির হাসান (উইকেটরক্ষক), আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শামীম হোসেন, আরিফুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),, মাশরাফি বিন মর্তুজা।





গাজী গ্রুপ চট্টগ্রামের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সঞ্জিত সাহা।