বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে বাজিমাত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জনপ্রিয়তার দিক দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর মতই জনপ্রিয়তা পেয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তাই প্রতিবছরই বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল আয়োজনের সাথে সাথে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শুধু তাই নয় আগামী দুই বছরের মধ্যে জাতীয় দলের জন্য একটা আলাদা টি-টোয়েন্টি স্কোয়াড গঠন করতে চায় বোর্ড। পারফরমেন্সের ভিত্তিতে যেখানে বেশি সুযোগ পাবে তরুণ ক্রিকেটাররা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল রয়েছে অটোমেটিক চয়েস ক্রিকেটার।
কিন্তু বিসিবি প্রেসিডেন্ট কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে তরুণদের পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের। আগামী বছর খুব ব্যস্ত সময়ের মধ্য দিয়ে পার করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
ব্যস্ত এই সময়ে ক্রিকেটারদের বিশ্রামের কারণে তিন ফরমেটে জন্য আলাদা আলাদা দল গঠন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড গঠনে এখনই কাজ শুরু করে দিয়েছে বোর্ড।
ওয়ানডে ক্রিকেটে বর্তমানে অনেক পরিণত দল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো ভালো দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তাই নতুন করে বাংলাদেশ টি-টোয়েন্টি দল তৈরি করতে যাচ্ছে বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘এটা নিয়ে পরিকল্পনা আছে আমাদের। চলতি টুর্নামেন্টে যারা ভালো করছে তাদের নজরে রাখছি। ভালো খেলোয়াড় বাছাই করব আমরা। আগে বিদেশি ক্রিকেটারদের ভিড়ে দেশের খেলোয়াড়রা পারফরমেন্স করতে পারত না। এবার সেটা হয়নি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘পরিবর্তন দরকার। কিন্তু খেয়াল রাখতে হবে সঠিক খেলোয়াড় বাছাই করার সময়। সামনে আমাদের অনেক ক্রিকেট আছে। আশা করছি দু-এক বছরের মধ্যে নতুন একটা দল করতে পারব আমরা।’