আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর অভিমান করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। অনেক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের নিয়েছিলেন মোহাম্মদ আমির। এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন তিনি।
পাকিস্তানকে দেওয়া সংবাদমাধ্যমকে মোহাম্মদ আহমেদ জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে পারবেন না তিনি। চলে যাওয়াই হবে তার জন্য সঠিক সিদ্ধান্ত। শিগগিরই এ নিয়ে বিস্তারিত জানানোর আশ্বাস দিয়েছেন।
“আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি, এখনকার জন্য। আমি মানসিকভাবে নির্যাতিত হয়েছি। আর পারছি না। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি এসব যথেষ্ট দেখেছি। আমাকে বারবার শুনতে হয়েছে যে পিসিবি আমার পেছনে অনেক বিনিয়োগ করেছে। আমি শহীদ আফ্রিদির প্রতি কৃতজ্ঞ, যখন নিষেধাজ্ঞা থেকে ফিরলাম তখন তিনি আমাকে সুযোগ দিয়েছেন।’
আমির আরও যোগ করেন, ‘প্রত্যেকে তার দেশের জন্য খেলতে চায়। অথচ তারা বলেই যাচ্ছে, আমি নাকি বিশ্বজুড়ে অন্য লিগগুলো খেলার জন্য নাকি টেস্ট ক্রিকেট ছেড়েছি। বিপিএল দিয়ে আমি ফিরে এসেছি। যদি লিগে খেলার জন্য মরিয়া থাকতাম তাহলে আমি বলতে পারতাম যে পাকিস্তানের হয়ে আর খেলতে চাই না”।
“প্রত্যেক ম্যাচে কেউ না কেউ বলছে আমির আমাদের জন্য সমস্যা। দুই দিনের মধ্যে আমি পাকিস্তান যাবো এবং একটি বিবৃতি দেবো।’ সবশেষ তাকে দেখা গেছে লঙ্কা প্রিমিয়ার লিগে এবং গলে গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন ফাইনাল। ১১ উইকেট পেলেও শিরোপার স্বাদ পাননি, হেরে গেছে জাফনা স্ট্যালিওন্সের কাছে।