আগামীকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান। দেখে নিন দুই দলের চূড়ান্ত স্কোয়াড

অবশেষে আগামীকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২:০০ টায় মুখোমুখি হবে দুই দল। এদিকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম এর পরিবর্তে এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন শাদাব খান। অন্যদিকে পারিবারিক কারণে এই সিরিজে খেলছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাকিস্তানের স্কোয়াড : শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হায়দার আলি, হারিস রউফ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ।





প্রথম টি-টোয়েন্টির জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডুফি, মার্টিন গাপটিল, স্কট কুগেলেইন, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি ও ব্লেইর টিকনার।