ফাইনালে সাকিবকে পিছনে ফেলে নতুন একটি রেকর্ড গড়তে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দুর্দান্ত ফর্মে ররেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। টুর্ণামেন্টে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিজেকে নতুন রূপে ফিরে পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

এই টুর্নামেন্টের উইকেট সংগ্রহের তালিকায় মোস্তাফিজুর রহমানের ধারের কাছে নেই আর কোন ক্রিকেটার। ৯ ইনিংসের ৩৪.৫ ওভার বোলিং করে ২০৯ রান খরচ করে ২১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৬.২৪ ইকোনমিক রেটে এই টুর্নামেন্টের মুস্তাফিজুর রহমানের বেস্ট বোলিং ফিগার ৫ রানের বিনিময়ে ৪ উইকেট।

তবে ফাইনালে নতুন একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজুর রহমান। কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরের বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটি সাকিব আল হাসানের। বিপিএলের ষষ্ঠ আসরে (২০১৮-১৯) ঢাকা ডায়নামাইটসের হয়ে ২৩ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে ফাইনালে ৩ উইকেট পেলেই রেকর্ডটি নিজের করে নিবেন মুস্তাফিজ।

তবে মুস্তাফিজের সামনে কাজটি বেশি কঠিন হবে না বলেই মনে হচ্ছে। দুর্দান্ত ফর্মে থাকা মোস্তাফিজুর রহমান গত ম্যাচে জানিয়েছেন, “চেষ্টা করেছি অনুশীলনটা ভালোভাবে করার। জিম বলেন, ফিটনেস-রানিং—চেষ্টা করেছি কী করলে আমি আবারও আগের মতো বোলিং করতে পারি। সে সবই করে যাচ্ছি। সবমিলিয়ে এর আগে প্রেসিডেন্টস কাপ হয়েছিল। ওখানেই সবাই কমবেশি ভালো বল করেছিল”।





“বিশেষ করে পেস বোলারেরা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও বোলারেরা ভালো করেছে। সব ক্রিকেটারেরাই যে ছয় মাসের মতো খেলা হয়নি, তখন চেষ্টা করেছে কীভাবে ফিট থাকা যায়। কী করলে ফিটনেস ধরে রাখতে পারবে। সবাই প্রায় কঠোর পরিশ্রম করেছে।”