দর্শক সেরা টি-টোয়েন্টি একাদশে সুযোগ পেলেন সাকিব আল হাসান

ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়ার দর্শক সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আকাশ চোপড়া এই একাদশ ঘোষণার পর অনেকটাই সমালোচনার মুখে পড়েছেন তিনি।

তার একাদশে জায়গা পায়নি ক্রিকেট বিশ্বের টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইলের। ক্রিস গেলের ছাড়াও তার একাদশে জায়গা হয়নি এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড ওয়ার্নারের মত মারমুখী ব্যাটসম্যানরা। ডেভিড অর্নার সুযোগ না পেলেও তার জায়গায় রয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

একাদশে ভারতীয় ক্রিকেটার আছেন ৩ জন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার ৩ জন এবং বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে আছেন ১ জন করে। দলের অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে লাসিথ মালিঙ্গাকে।

সাকিবকে রাখার বিষয়ে আকাশ বলেন, ‘চার নম্বর পজিশনে আমি রেখেছি সাকিব আল হাসানকে। এর পেছনে দুটি কারণ রয়েছে। যদি আপনি একটি ভালো টি-টোয়েন্টি একাদশ সাজাতে চান, সেখানে ব্যাটিং অর্ডারের ৬ নম্বরের মধ্যে অন্তত একজন বোলার থাকতে হবে। সাকিবের নাম এই দশকের সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারির মধ্যেও আছে। সে ১৩৬০ রান করেছে, ৭৫ উইকেট নিয়েছে আর ওভারে ৭ রানও দেয় না।’





আকাশ চোপড়ার বাছাইকৃত দশক সেরা টি-টোয়েন্টি একাদশ : রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, সাকিব আল হাসান, জস বাটলার (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, কাইরন পোলার্ড, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক) ও মিচেল স্টার্ক।