অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। অ্যাডিলেডে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। দিবারাত্রি টেস্ট ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০:০০।
তবে একদিন আগেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আজ বুধবার এক টুইট বার্তায় বিসিসিআই দিবা-রাত্রির এই টেস্টের প্রথম একাদশ ঘোষণা করেছে। দোলে রোহিত শর্মা না থাকায় উদ্বোধনী জুটিতে মাঠে নামবেন মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ।
ঋষভ পন্তকে পিছনে ফেলে ঋদ্ধিমান সাহা সুযোগ পেয়েছেন প্রথম একাদশে। কিপিংয়ে পরিণত হওয়ায় ঋদ্ধিমানকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন কোহলিরা। একমাত্র স্পিনার হিসেবে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদব এই তিন পেসার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন।
অ্যাডিলেড টেস্টে ভারতের প্রথম একাদশ : মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।