বিজয় দিবসে বাংলাদেশকে বিশেষ সম্মাননা এনে দিলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার। বাংলাদেশি ক্রিকেটারের নামে ইংল্যান্ডের স্টেডিয়ামের নাম।

বিজয় দিবসে বাংলাদেশকে বিশেষ একটি সম্মাননা এনে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শহিদুল আলম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সাবেক ক্রিকেটার কে সম্মান জানিয়ে নিজেদের ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ফেলেছে ইংল্যান্ড। শহীদুল আলমকে সম্মান জানাতে ২৪ ঘণ্টার জন্য নিজেদের স্টেডিয়ামের নাম বদলে ‘কেআইএ শহীদুল আলম রতন ওভাল’ রেখেছে তারা।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, করোনা ভাইরাসের সময় লকডাউনে বাচ্চাদের সক্রিয় থাকতে সাহায্য করায় শহীদুল আলমকে এই সম্মান জানিয়েছে কেনিংটন ওভাল।

বর্তমানে ইংল্যান্ডের অবস্থান করছেন তিনি। সেখানকার ক্যাপিট্যাল কিডস ক্রিকেটের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ক্যাপিট্যালস কিডস হলো, একটি চ্যারিটি প্রতিষ্ঠান, যেখানে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করা হয়। লকডাউনে এই শিশুদের সক্রিয় রাখার জন্য নানা ধরনের কাজ করে গেছেন তিনি।

এই সম্মান পাওয়ার ব্যাপারে শহীদুল আলম বলেন, ‘এমন সম্মানের খবর পাওয়া আসলেই দারুণ। ওভালের মতো ঐতিহাসিক স্টেডিয়াম আমার নামে নামকরণ করা অনেক সম্মানের, শুধু ইংল্যান্ড নয়, পুরো ক্রিকেট বিশ্বে এমন সম্মান পাওয়ার জন্য আমি ক্রিকেটকেই ধন্যবাদ জানাতে চাই। এতে চ্যারিটিতে কাজ করা মানুষেরা আরো উৎসাহ পাবে, যারা মানুষকে সাহায্য করার মাধ্যমে পরিবর্তন আনতে চায়।’





এরপর নিজেদের কাজের ব্যাখা দিয়ে শহীদুল বলেন, ‘লকডাউনে যাওয়ার বিষয়টি নিয়ে আমরা কোচদের সঙ্গে আলোচনা করি। আমাদের তিন-চারটি ক্লাব আছে, ক্লাবের শিশুদের ভিডিও চ্যাটের মাধ্যমে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করানোর চেষ্টা করি। যাতে শিশুরা বাসায় কিংবা বাড়ির উঠোনে অনুশীলন করতে পারে। দু-সপ্তাহ পর আমরা ভার্চুয়াল পরীক্ষাও নিই।’