আগামী ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আগামী ১৮ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে থেকেই হট ফেভারিট ছিল এই দুই দল।

জেমকন খুলনার দলে রয়েছে একাধিক সিনিয়র ক্রিকেটার অন্যদিকে গাজী গ্রুপ চট্টগ্রামের দলে রয়েছে রয়েছে এক ঝাঁক তরুণ ক্রিকেটার। তবে ফাইনালের আগে বড় ধরনের দুঃসংবাদ শুনতে হয়েছে জেমকন খুলনাকে। গুরুত্বপূর্ণ ফাইনালে খেলতে পারবেন না তাদের দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে গিয়েছেন জেমকন খুলনা দলের এই অলরাউন্ডার। তবে ফর্মে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি। অন্যদিকে টুর্নামেন্টের দুর্দান্ত বোলিং করছেন মোস্তাফিজুর রহমান এবং অসাধারণ ব্যাটিং করছেন লিটন দাস।





এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং উইকেট সংগ্রাহক গাজী গ্রুপ চট্টগ্রামের এই দুই ক্রিকেটার। এদিকে এই টুর্নামেন্টের ৩ দেখায় গাজী গ্রুপ চট্টগ্রাম জয়লাভ করেছে ২ ম্যাচে। এবং জেমকন খুলনা জয়লাভ করেছে এক ম্যাচে। আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।