গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে মুশফিকুর রহিম এবং নাসুম আহমেদের ঘটনা নিয়ে। শেষ পর্যন্ত জরিমানা গুনতে হয়েছে মুশফিকুর রহিমকে। মুশফিকুর রহিমের পর এবার জরিমানা গুনতে হলো আরেক ক্রিকেটারকে।
মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ফরচুন বরিশালের পেসার সুমন খানকে জরিমানা করা হয়েছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটে বেক্সিমকো ঢাকা বনাম ফরচুন বরিশালের এলিমিনেটর ম্যাচের। বরিশালের এই পেসার ম্যাচের ১৬তম ওভারে আম্পায়ারের দুটি ওয়াইড কলে অসন্তোষ প্রকাশ করেন। এতে বিসিবির আচরণবিধির লেভেল ১ ভঙ্গের দায়ে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে এক ডেমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ফিল্ড আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে সুমনকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। অভিযোগ স্বীকার করে নেওয়ায় তার শুনানির প্রয়োজন হয়নি।