বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ বেক্সিমকো ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠল গাজী গ্রুপ চট্টগ্রাম। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম জিতেছে ৭ উইকেটে। আগামী ১৮ ডিসেম্বর বিকাল সাড়ে চারটায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে জেমকন খুলনা ও চট্টগ্রাম।
এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ঢাকার দেয়া ১১৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চট্টগ্রাম।
এদিকে আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য পাবেন ১ লক্ষ ৫০ হাজার টাকা।
রানাঘাট দলের প্রত্যেক সদস্য পাবেন ৭৫ হাজার টাকা করে। এছাড়াও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার, ফাইনালে ম্যাচ সেরা ক্রিকেটা, সেরা ব্যাটসম্যান এবং সেরা বোলার পুরস্কার পাবেন।
বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী খেলোয়াড়দের প্রাইজমানি নিম্নরূপ:চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য ১ লাখ ৫০ হাজার টাকা। রানার্স আপ দলের প্রত্যেক সদস্য ৭৫ হাজার টাকা। টুর্নামেন্টসেরা ৩ লাখ টাকা। ফাইনালে ম্যাচসেরা ১ লাখ টাকা। সেরা ব্যাটসম্যান ২ লাখ টাকা। সেরা বোলার ২ লাখ টাকা।