বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারছেন না সাকিব। শশুর গুরুতর অসুস্থ থাকার কারণে আজই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব।

নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট এর মধ্য দিয়ে আবারো ক্রিকেট ময়দানে ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তার দল খুলনা।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। কিন্তু ফাইনালে খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব আল হাসানের শশুর গুরুতর অসুস্থ থাকার কারণে যুক্তরাষ্ট্রের যেতে হচ্ছে সাকিব আল হাসানকে। সবকিছু ঠিকঠাক থাকলে আজই ফ্লাইট ধরবেন সাকিব।

সাকিবের যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল। তিনি বলেছেন, ‘সাকিব গতকাল রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তাঁর শ্বশুর অনেকদিন ধরেই অসুস্থ। কাল রাতে জানা যায় সে তাঁর অবস্থা গুরুতর। যেহেতু পরিবার সবসময় প্রথমে। আর জেমকন খুলনা সবসময় এটাইকেই গুরুত্ব দেয়। ও কাল রাতে হোটেল ছেড়েছে। আজ ওর ফ্লাইট।’





বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। ১২০ স্ট্রাইক রেটে ১১০ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। কালকের ম্যাচেই টুর্নামেন্টে প্রথমবারের মতো দুই অংকের ঘরে যান সাকিব। বোলিংয়ে বরাবরের মতো মিতব্যয়ী ছিলেন সাকিব, সঙ্গে নিয়েছেন ৬ উইকেট।