বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে গতকাল ক্যারিয়ার সেরা বোলিং করে বাংলাদেশের দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে রেকর্ড গড়লেন মাশরাফি

২০১৭ শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ছাড়লো এখনো ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ছাড়েননি মাশরাফি বিন মর্তুজা।গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের গাজী গ্রুপ চট্টগ্রামে বিপক্ষে মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০+ উইকেট নিয়েছেন মাশরাফির। মাশরাফির আগে এই মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

এই মাইলফলক স্পর্শ করতে মাশরাফি বিন মুর্তজার লেগেছে ১৬২ ইনিংস। ফাইনালে ওঠার লড়াইয়ে মাশরাফীর দল জেমকন খুলনার প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম। আসরের সবচেয়ে সফল দলটি। পুরো আসরে দুর্দান্ত ছন্দে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারও।

তবে এদিন এদের কবল থেকে দলকে উদ্ধার করেন মাশরাফী। নিজের প্রথম ওভারেই ফেরান সৌম্যকে।
২য় ওভারে এসে ফেরান লিটন দাসকেও। ব্যক্তিগত ৩য় ওভার করতে এসে ফেরান উইকেটে থিতু হয়ে যাওয়া মাহমুদুল হাসান জয়কে।





তবে চমকটা দেখিয়েছেন নিজের শেষ ওভারে। উইকেট তুলে নিয়েছেন শামসুর রহমান শুভ ও মোস্তাফিজুর রহমানের। সবমিলিয়ে ম্যাচে ৩৫ রানের বিনিময়ে মাশরাফীর উইকেট ৫টি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে আগে কখনোই ৫ উইকেট পান নি ম্যাশ। আগে তার সেরা বোলিং ফিগার ছিল ৪/১১।