ফাইনালে লক্ষ্য নিয়ে আজ বিকালে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা বনাম চট্টগ্রাম। দেখে নিন দুই দলের সেরা একাদশ

গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ গাজী গ্রুপ চট্টগ্রাম কে ৪৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। আগামী ১৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

তবে এর আগে আজ অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টের গ্রুপ পর্বের দুই দলের মধ্যকার দুই ম্যাচে একটি করে জয়লাভ করেছে দুই দল।

তবে কাগজে-কলমে বেক্সিমকো ঢাকা থেকে অনেকটাই এগিয়ে রয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। আজ বাংলাদেশ সময় বিকাল ৪:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা ১৮ ডিসেম্বর জেমকন খুলনায় বিপক্ষে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে।

গাজী গ্রুপ চট্টগ্রামের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সঞ্জিত সাহা।





বেক্সিমকো ঢাকার সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির আলি, আল-আমিন জুনিয়র, আকবর আলী, মুক্তার আলী, রবিউল ইসলাম রবি, রুবেল হোসেন, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।