বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোয়ালিফায়ার ম্যাচ আজ ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে নেমে ১৫০ রান সংগ্রহ করেছে বেক্সিমকো ঢাকা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বেক্সিমকো ঢাকা। ২২ রানের মধ্যে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে ঢাকা। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ নাঈম শেখের উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ।
৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পরের ওভারেই শূণ্য রানে আল-আমিন হোসেনকে প্যাভিলিয়নে ফেরান তাসকিন আহমেদ। ৮ রান করা সাব্বির রহমানকে প্যাভিলিয়নে ফেরান সোহরাওয়ার্দী শুভ।তবে এরপরে ঘুরে দাঁড়ায় বেক্সিমকো ঢাকা। ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী রাব্বি।
দলীয় ৭২ রানের মাথায় ৪৩ রান করে কামরুল ইসলাম রাব্বির বলে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের আউটের পর ব্যাটিংয়ে নেমে কিছুটা তাণ্ডব চালিয়েছে আকবর আলী।
৯ বলে ২২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে প্যাভিলিয়নে ফেরেন আকবর আলী। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইয়াসির আলী রাব্বি। ৪৩ বলে তিনটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করে কামরুল ইসলাম রাব্বির বলে প্যাভিলিয়নে ফেরেন ইয়াসির আলী রাব্বি।
বেক্সিমকো ঢাকা: মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির আলি, আল-আমিন জুনিয়র, আকবর আলী, মুক্তার আলী, রবিউল ইসলাম রবি, রুবেল হোসেন, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।
ফরচুর বরিশাল: সাইফ হাসান, তামিম ইকবাল (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ ও সুমন খান।