আগামীকাল গ্রুপ পর্বের চট্টগ্রামের বিপক্ষে দুই ম্যাচ হারের প্রতিশোধ নিতে চায় জেমকন খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে ম্যাচে আগামীকাল সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুই পরাশক্তি দল গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচে হেরেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। দুর্দান্ত ফর্মে রয়েছেন তাদের দলের প্রায় সকল ক্রিকেটার।

বিশেষ করে রান সংগ্রহের তালিকায় সেরা পাঁচের মধ্যে দুইজন তাদের দুই ওপেনার লিটন দাস এবং সৌম্য সরকার। এছাড়াও উইকেট সংগ্রহের তালিকায় সেরা ৫ জনের মধ্যে রয়েছেন তাদের দলের ২ ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম তারকা খচিত দল খুলনা। দলে রয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মাশরাফি বিন মুর্তজার মতো অতি অভিজ্ঞ ক্রিকেটার। গ্রুপ পর্বের দুই দলের দেখায় দুই ম্যাচে জয়লাভ করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

টুর্ণামেন্টে নিজেদের প্রথম দেখায় মাত্র ৮৬ রানে অলআউট হয়েছিল জেমকন খুলনা। লিটন দাস এবং সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে ওই ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করেন চট্টগ্রাম। এরপর দ্বিতীয় দেখায় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে খুলনা জেমকন খুলনা। ওই ম্যাচে শেষ বলে ৩ উইকেটে জয় লাভ করে চট্টগ্রাম।

তবে এবার আর ভুল করতে চায়না জেমকন খুলনা। অপ্রতিরোধ্য এ দলটিকে হারিয়ে ফাইনালে যেতে চায় খুলনা। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইমরুল কায়েস রোববার বলেন, “মানসিকভাবে আমরা খুব ভালো অবস্থানে আছি। হ্যাঁ, চট্টগ্রাম আমাদেরকে দুইবার হারিয়েছে”।





“অবশ্যই তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু আমাদের যে ভুলগুলো হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার মনে হয় ওই জায়গাগুলোতে যদি আমরা ভুল না করি, ইনশাআল্লাহ আমরা আবার ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবো এবং ওদের হারাতে পারবো।’

ফাইনাল খেলার প্রত্যাশা নিয়েই নতুন করে শিরোপার লড়াইয়ে খুলনা। ইমরুল বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হবো সেই প্রত্যাশা নিয়েই এগিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা আমাদের দল অনুযায়ী খেলতে পারিনি। এখন টি-টোয়েন্টি যদি একটা ম্যাচে আপনি ভালো খেলেন, যেকোনও সময় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়।’

আগামীকালকে এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। তবে হেরে গেলেও ফাইনালে ওঠার জন্য আরও একটি সুযোগ পাবে। বাংলাদেশ সময় আগামীকাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫:৩০ মিনিটে।

গাজী গ্রুপ চট্টগ্রামের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শামসুর রহমান শুভ, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান।





জেমকন খুলনার সম্ভাব্য একাদশ : জহুরুল ইসলাম, জাকির হাসান, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ (অধিনায়ক), শুভাগত হোম, আরিফুল হক, শামীম পাটোয়ারি, নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মর্তুজা, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ।