আগামীকাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফের খেলা। দুপুরে এলিমিনেটর ম্যাচে বেক্সিমকো ঢাকা মুখোমুখি হবে ফরচুন বরিশালের। এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা পৌঁছে যাবে কোয়ালিফায়ারে। টুর্ণামেন্টে গ্রুপ পর্বের ৮ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয়লাভ করেছে বেক্সিমকো ঢাকা।
অন্যদিকে টুর্নামেন্টের ৮ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয়লাভ করেছে বরিশাল। তবে এখনো আগামী কালকের ম্যাচের অনিশ্চিত ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। তবে যতদূর জানা গেছে করোনা ভাইরাস না হলে আগামী কালকের ম্যাচে খেলবেন তামিম ইকবাল।
বেক্সিমকো ঢাকার সম্ভাব্য একাদশ : মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, আলআমিন জুনিয়র, আকবর আলী, সাব্বির রহমান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।
ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, সোহরাওয়ার্দি শুভ ও কামরুল ইসলাম রাব্বি।