গ্রুপ পর্ব শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস এবং তামিম ইকবাল। দেখে নিন তালিকা

গতকাল শেষ হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। ৮ ম্যাচ শেষে এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার উপরে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ওপেনার ব্যাটসম্যান লিটন দাস এবং তামিম ইকবাল।

শুধু লিটন এবং তামিম ইকবালই নয়। এই টুর্নামেন্টের দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের তরুণ কয়েক জন ব্যাটসম্যান। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের তিনটি সেঞ্চুরি হয়েছে। তিনটি সেঞ্চুরি করেছে তরুণ ব্যাটসম্যানরা। এদের মধ্যে প্রথমটি করেছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয়টি পারভেজ হোসেন ইমন এবং তৃতীয়টি করেছেন মোহাম্মদ নাঈম শেখ।

আসুন দেখে নেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ রান সংগ্রাহকের তালিকা।

১। লিটন দাস (চট্টগ্রাম) : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনার ব্যাটসম্যান লিটন দাস। টুর্ণামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে জাতীয় ক্রিকেট দলের এই ওপেনার ব্যাটসম্যান।

টুর্ণামেন্টে এখন পর্যন্ত ৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৭ ইনিংসে ৬২ গড়ে ১২৫ স্ট্রাইক রেট ৩০৬ রান সংগ্রহ করেছেন লিটন দাস। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৮ রান।





২। তামিম ইকবাল (বরিশাল) : টুর্নামেন্টের প্রায় প্রতিটি ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন তামিম ইকবাল। তবে শুরুটা ভালো করলেও ইনিংসে বড় করতে পারেনি তামিম। তবে তার পরেও লিটন দাসের ঘাড়ের উপর নিশ্বাস ফেলছেন তামিম ইকবাল।

৮ ম্যাচের মধ্যে ২ টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৮ ইনিংসে ৪৩ গড়ে ১১৯ স্ট্রাইক রেট ৩০২ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৭ রান।

৩। নাজমুল হোসেন শান্ত (রাজশাহী) : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন করছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বরিশালের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে স্ট্রাইক রেট অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্ত স্ট্রাইক রেট ১৫০+। ৮ ইনিংসে ৩৭ গড়ে ১৫৭ স্ট্রাইক রেট ৩০১ রান সংগ্রহ করেছেন তিনি। একটি সেঞ্চুরিসহ দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ১০৯ রান।

৪। সৌম্য সরকার (চট্টগ্রাম) : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দিকে জ্বলে উঠতে না পারলেও শেষদিকে জ্বলে উঠেছেন সৌম্য সরকার। টুর্নামেন্টে দুটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। ৮ ইনিংসে ৩৬ গড়ে ১২৭ স্ট্রাইক রেট ২৫৩ রান সংগ্রহ করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৬৩ রান।

৫। মোহাম্মদ নাঈম শেখ (ঢাকা) : গতকাল বরিশালের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তরুণ ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ।





গতকাল বরিশালের বিপক্ষে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। ৮ ইনিংসে ৩০ গড়ে ১৪০ স্ট্রাইক রেট ২৫৩ রান সংগ্রহ করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ১০৫ রান। এছাড়াও পারভেজ হোসেন ইমন ৮ ইনিংসে ২৩১ রান। মুশফিকুর রহিম ২১৯ রান। এবং ইয়াসির আলী ৭ ইনিংসের ২১৬ রান সংগ্রহ করেছেন।