অসুস্থ তামিম ইকবাল। দেশবাসীর কাছে দোয়া চাইলেন তামিম ইকবাল

অসুস্থ থাকার কারণে গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের শেষ ম্যাচেও ফিল্ডিং করতে দেখা যায়নি ফরচুন বরিশাল দলের অধিনায়ক তামিম ইকবালকে। গতকাল বেক্সিমকো ঢাকার বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের নামে ফরচুন বরিশাল। এই ম্যাচে মাত্র ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

অসুস্থ শরীর নিয়ে গতকাল মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে ড্রেসিংরুমে আরো বেশি খারাপ লাগছিল তামিম ইকবালের। পরবর্তীতে বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে তামিম ইকবালকে দ্রুতই টিম হোটেলে পাঠিয়ে দেয়া হয়।

আজ নানা ধরনের পরীক্ষা করা হবে তামিম ইকবালের। তাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তাছাড়া সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলবেন বলে জানিয়েছেন তামিম ইকবাল। গতকালের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই কথাগুলি জানিয়েছেন তামিম ইকবাল।

ওই পোস্টে তিনি লিখেছেন, “গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে (শনিবার) ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরো বেশি খারাপ করে। প্রচণ্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিক্যাল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়”।





“আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি। কালকে আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।”