বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফের প্রতিটি ম্যাচের চূড়ান্ত সময়সূচী। দেখে নিন

প্লে-অফে খেলতে হলে জয়ের কোনো বিকল্প নেই, এমন এক সমীকরণ নিয়েই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে লিগ পর্বের শেষ ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয় ফরচুন বরিশাল। দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাহশাহী হেরে যাওয়ায় বরিশালের সামনে হেরে গেলেও প্লে অফের সুযোগ তৈরি হয়।

তবে হারলেও সেক্ষেত্রে রান রেটের মারপ্যাচে পড়তে হবে। শেষ পর্যন্ত ঢাকাকে ২ রানে হারিয়েই প্লে অফে ওঠে বরিশাল। মিরপুরে আগে ব্যাট করতে নেমে আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়ের শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা বেক্সিমকোর বিপক্ষে ৩ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ করে ফরচুন বরিশাল।

জবাবে ব্যাট করতে নেমে নাঈম শেখের দারুণ সেঞ্চুরির পরও ৬ উইকেটে ১৯১ রান করে ঢাকা। হেরেও প্লে অফে খেলতে হলে ঢাকার জয়কে ১৮.৩ ওভারে বেশি দীর্ঘায়িত করতে হবে বরিশালকে। শেষ পর্যন্ত সেই পরিসংখ্যানে ঢাকাকে রুখে দিয়ে ও ২ রানে হারিয়েই প্লে অফে ওঠে তামিমের বরিশাল। ৬ পয়েন্ট নিয়ে রাজশাহীকে পেছনে ফেলে প্লে-অফে বরিশাল।

দেখে নিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে অফের সময়সূচী।





এলিমিনেটর ম্যাচ : ১৪ ডিসেম্বর, দুপুর ১২:৩০ মিনিট, বেক্সিমকো ঢাকা ফরচুন বরিশাল বনাম
প্রথম কোয়ালিফায়ার : ১৪ ডিসেম্বর, সন্ধ্যা ৫:৩০ মিনিট, গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা
দ্বিতীয় কোয়ালিফায়ার : ১৫ ডিসেম্বর, বিকাল ৪:৩০ মিনিট
ফাইনাল : ১৮ ডিসেম্বর, বিকাল ৪:৩০ মিনিট।